Quick info: | Age: 20 Years | Wife: Momo | Home: Dhaka |
Quick info: | Name: Sporshia | Age: 25 Years | Home: Dhaka |
তিন বছরের শিশু কি বুলেটের ভাষা পড়তে পারে? সে কি জানে, ওই বুলেটের শব্দ কণ্ঠরোধ করছে তারই দাদুর মতো আরও অনেক মানুষের, প্রতি দিন, প্রতি মুহূর্তে? েসই দাদু, বশির আহমেদ খান, হয়তো তার কিছু আগেই, শ্রীনগর থেকে বারামুলা জেলার সোপোরে আসার পথে গাড়িতে গল্প করতে করতে এসেছেন প্রিয় নাতির সঙ্গে। সোপোরে পৌঁছে পড়ে গিয়েছেন জঙ্গি-সিআরপিএফ গুলির লড়াইয়ের মধ্যে। গাড়ি ঘোরাতে চেয়েও পারেননি বশির। বুলেট এফোঁড়-ওফোঁড় করে দিয়েছে তাঁকে। তাঁর নিথর দেহের ওপর বসে কাঁদছে ছোট্ট ছেলেিট, এই ছবি ভাইরাল হল।
বশির আহমেদ খানের ছেলে অভিযোগ করেছেন, তাঁর বাবাকে গাড়ি থেকে নামিয়ে গুলি করে মেরেছে নিরাপত্তা বাহিনী। সিআরপিএফ পাল্টা বলেছে, বশিরকে মেরেছে জঙ্গিরাই। এই উপত্যকায় আসলে যে কোন পক্ষের বুলেট কখন কার প্রাণ কাড়ে, সেটাও তো এক মস্ত ধাঁধা!