ছোটপর্দার জনপ্রিয় মুখ অর্চিতা স্পর্শিয়া। তিনি এখন বড় পর্দাতেও কাজ করছেন। বেশ কিছুদিন ধরেই দেশের বাইরে অবস্থান করছেন এই তারকা। তার দেশের বাইরে অবস্থান নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা। নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে সেই জল্পনা কল্পনার অবসান ঘটালেন স্পর্শিয়া। তিনি বলেন, ‘মা’র স্বপ্ন, ইচ্ছা পূরণ করতে মা’র সঙ্গে ওমরাহ পালন করতে মক্কায় আছি। এক সপ্তাহ হলো। যারা জানেন না তারা বলছে আমি দুবাইতে কোনো অসৎ কাজে আছি। যারা জানে তারা আমার ওমরাহ করা নিয়ে মজা নিচ্ছে। কয়েকজন বলছে এটা সিনেমার প্রচারণা ফাঁকি দেয়ার অজুহাত।’
Orchita Sporshia’s Age, Height, Weight, Husband and all info
এদিকে ঢাকায় ফিরে আসার পর কাজে ফিরে স্বল্প পোশাকে ছবি দিলে বা পূজা পার্বণে উপস্থিত হলে আবারও সমালোচনার শিকার হবেন তিনি। শুধু তাই নয়, প্রশ্ন উঠতে পারে তিনি হিন্দু না মুসলিম? এমন আশঙ্কাও করছেন তিনি। ফলে এমন পরিস্থিতির মুখোমুখি যাতে না হতে হয়, তার জন্য আগাম উত্তরও দিয়ে রেখেছেন এই তারকা। তিনি লিখেন, ‘ফিরে আসার পর খোলামেলা পোশাক পরলে বা ছবি দিলে অনেক স্বল্পজ্ঞানী মানুষ দোজখের আগুনের ভয় দেখাবে। সামনে পূজায় কলাবাগান-ধানমন্ডি পূজার আয়োজনে প্রতি বছরের মতো শামিল হলে আবারও সবার কৌতূহল আর গবেষণা শুরু হবে- স্পর্শিয়া হিন্দু না মুসলিম? এবার তো সবাই জানলো মা মুসলিম। তাহলে কি বাপ হিন্দু? আরো কত কি!’
Orchita Sporshia’s Pohto & HD Wallpaper || অর্চিতা স্পর্শিয়ার ফটো গ্যালারী দেখুন
তবে এসব নিয়ে তিনি মাথা ঘামাতে চান না। স্পর্শিয়া বলেন, ‘আমি খুশি যে নিজের পায়ে, মা’র হাত ধরে ওমরাহ সম্পূর্ণ করতে পেরেছি। এ জন্য মা কে ধন্যবাদ কারণ আমাকে তিনি নিয়ে এসেছেন। সৃষ্টিকর্তার কাছে দোয়া চাই যেন আপনাদের মন এবং মানসিকতায় পরিচ্ছন্নতা আসে।’ উল্লেখ্য, তার তিনটি ছবি রয়েছে মুক্তির অপেক্ষায়। এর মধ্যে অনন্য মামুন পরিচালিত ‘বন্ধন’ ও ‘আবার বসন্ত’, নিয়ামুল মুক্তার ‘কাঠবিড়ালী’।